Sunday, February 24, 2008

বাংলা ভাষায় ব্লগ লিখুন

বাংলাতে লিখতে গেলে প্রথমে আপনার চাই একটি রোমান হরফ থেকে বাংলা হরফে ট্রান্সলিটেরেট করার একটি সহজ উপায় । এর জন্য আপনি চলে যান এই ওএব্সাইটে । অথবা এই ওএব্সাইটে । অথবা অফলাইন কাজ করতে হলে এই ওএবসাইটে গিয়ে একটি বিনামুল্যের ওযার্ডপ্রোসেসার ডাউনলোড করে নিন । মহানন্দে এই রকম কথা টাইপ করুণ। স্ক্রিনে যা দেখবেন কাট্-পেস্ট করে একটি ইউনিকোড কম্প্যাটিব্ল ওয়ার্ডপ্রোসেসারে নিযে চলুন । ওইন্ডোজের নোটপাড খুব ভাল কাজ করবে । তার পর যে ভাবে সাধারন ইংরাজী ব্লগ পোস্ট করেণ সেই ভাবে নিউ পোস্ট খুলুন ও নোটপাড থেকে আবার কাট্-পেস্ট করে দিন ।এই বার সাধারণ ভাবেই পাবলিশ করুণ। দেখবেন ব্লগে বাংলা হরফ দেখা যাচ্ছে ! যে মেশিনে ব্লগ লিখছেন আর যে মেশিনে ব্লগ পড়ছেন দুই মেশিনেই ইউনিকোড ব্যবস্থা থাকা দরকার । সব আধুনিক কম্পুটরেই এখন ইউনিকোড থাকে অতএব চিন্তা করবেন না সব ঠিক কাজ করবে। একটু আধটু বানান ভুল হলে মাপ করে দেবেন। জয বংলা!

Saturday, February 23, 2008

ইন্দিরার ব্লগ

আজ আমার ব্লগের যাত্রা হোলো শুরু